কোটালীপাড়া প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।শুক্রবার (১২ আগস্ট) উপজেলার ভূতরিয়ার মোল্লা বাজারে বসে রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে ৪৯জন প্রান্তিক মানুষের মাঝে ৯৪ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়।দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর পরিচালক আরিফ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঋণ বিতরণ করেন।
রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, ইউপি সদস্য মহানন্দ মল্লিক, বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি দিবাকর বাগচী, সাধারণ সম্পাদক আসরাফ উজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদুল ইসলাম, সদস্য মোঃ আবুল কালাম শেখ, আনন্দ বাড়ৈ বক্তব্য রাখেন।
রুপসী বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মোহাম্মদ মতিয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে আমাদেরকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে চেয়েছিলেন। দীর্ঘদিন পরে হলেও তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমরা জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজকে ৪৯জন প্রান্তিক মানুষের মাঝে ৯৪ লাখ টাকার ঋণ বিতরণ করেছি। আশা করছি এরা এই ঋণ দিয়ে গবাদী পশু পালন ও কৃষিকাজ করে স্বাবলম্বী হবেন
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply