কালের খবরঃ
গোপালগঞ্জে বাসা ভাড়া পরিশোধকে কেন্দ্র করে বাড়ীর মালিকের লোকজনের হামলায় ভাড়াটিয়া এক স্কুল শিক্ষার্থী সহ ২ জন আহত হয়েছে। আজ রবিবার ( ১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের কমিশনার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, শেখ রাব্বি ইসলাম ও তার বৃদ্ধ দাদা ইদ্রিস আলী শেখ।
আহত রাব্বি ইসলামের মা পারুল বেগম জানান, গত ফেব্রুয়ারি মাসে সাড়ে ৪ হাজার টাকায় মাসিক ভাড়াতে শহরের কমিশনার রোডের কেয়া বেগমের বাসা ভাড়া নেন তিনি। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বাসা ভাড়া দেয়ার কথা। তবে মে মাসের ভাড়া আজ রোববার ১১ তারিখের মধ্যে না দেয়ায় পারুল বেগমের সাথে বাসা মালিক কেয়া বেগমের কথা কাটাকাটি হয়। এসময় রাব্বি তার দাদাকে ডাকতে যায়। পরে কেয়া বেগম ফোন করে তার লোকজন ডেকে এনে রাব্বির উপর হামলা করে। এসময় রাব্বির দাদা ইদ্রিস আলী শেখ ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এতে রাব্বি ও তার দাদা ইদ্রিস আলী শেখ আহত হন। পরে তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক আবতাফ জিলানী বলেন, রাব্বির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ রয়েছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply