
কালের খবরঃ
গোপালগঞ্জে দ্বিতীয় জিআই পন্য হিসেবে স্বীকৃতি পেল ব্রোঞ্জের গহনা।গত বুধবার (৩০ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি সনদ হাতে পান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান ছিল।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে এই ব্রোঞ্জের গহনার জিআই সনদ তুলে দেন।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিসেস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিপিডিটির কর্মকর্তাগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমবৃন্দ উপস্থিত ছিলেন।গেল ২০২৪ সালের ১২ মার্চ ততকালিন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম দ্বিতীয় জিআই পন্যের অর্ন্তভূক্তির জন্য বাংলাদেশ শিল্পমন্ত্রনালয় বরাবর এই আবেদন করেন।

উল্লেখ্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রায় একশ বছর আগের থেকে ব্রোঞ্জের গহনা তৈরী হয়ে আসছে। এই গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত। এসব গহণা একসময় দেশের গন্ডি পেরিয়ে পাশের দেশ ভারতেও বিক্রি হয়েছে । বর্তমানে জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গহণা বিক্রির জন্য একটি বাজার গড়ে উঠেছে। ক্রেতা বিক্রেতেরা এই বাজার থেকে গহণা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য ছড়িয়ে পড়েন।
Design & Developed By: JM IT SOLUTION