
কালের খবরঃ
ক্লাশ ও ডিউটি বাদ দিয়ে রাস্তায় নেমেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিরা।এদের কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে এসব শিক্ষার্থীরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।আজ রবিবার (৪ মে)সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চত্ত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রায় দেড় কিলোমিটার পখ পায়ে হেটে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে এসে শেষ হয়।

পরে পৌর পার্কের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন। অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, ২য় বর্ষের শিক্ষার্থী মেঘলা রায়, রিমা হালদার, ১ম বর্ষের শিক্ষার্থী মন্টু হালদার,৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION