কালের খবরঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতা মূলক শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১‘ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস. কে ইফতেখার মোহাম্মদ উমায়ের।সেমিনারে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে বিশ্ববিদ্যালযয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মাদক বিরোধী শোভাযাত্রা বের হয। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply