গোবিপ্রবি প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরতঃ শিক্ষার্থীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে গণপিটুনি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফ। বিষয়টি টের পেয়ে সাধারন শিক্ষার্থীরা হলে গিয়ে তাকে আটক করে। এসময় বাক-বিতন্ডার সৃষ্টি হলে হল জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।পরে জুতার মালা পরিয়ে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেযার দাবী ওঠে। তবে হল প্রশাসনের অনুরোধ তা থেকে বিরত থাকে শিক্ষার্থীরা।
পরে সন্ধ্যার দিকে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কে.এম ইয়ামিনুল হাসান আলিফকে গণ পিটুনি দেয় শিক্ষার্থীরা। এসময় তার পরনের জামা ছিড়ে ফেলা হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কে.এম ইয়ামিনুল হাসান আলিফ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। তার বাড়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌরসভার এলাকার রেল স্টেশন সংলগ্ন এলাকায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের ঘটনা ঘটেছে। তাকে স্থানয়িভাকে চিকিৎসা দেযা হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION