
গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী আয়োজিত ‘আচরণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মশালা’র শেষ হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) কর্মশালা শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এক অনুষ্ঠান আয়োজন করে।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক চারটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে পর্যায়ক্রমে সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানে অংশগ্রহণকারী কর্মকর্তারাই আগামী দুই-তিন দশক এই বিশ্ববিদ্যালয়কে সেবা দেবেন। তাই আচরণ ও শৃঙ্খলা বিষয়ক এই কর্মশালা থেকে ১০ ভাগও যদি উপকার আসে, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজে লাগবে, তাহলে এই আয়োজন সার্থক হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। রিসোর্স পার্সন ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের অ্যাডভাইজার মো. আফসার আলী। তিনি একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইকিউএসি’র পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
Design & Developed By: JM IT SOLUTION