গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সাইন্স এন্ড ভেটেনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান হুর-ই-জান্নাত জ্যোতির পদত্যাগ ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে এনিম্যাল সায়েন্স এ্যান্ড ভ্যাটেরিনারি মেডিসিন বিভাগের সভাপতি ড. মোছাঃ হুর-ই-জান্নাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়, খাতার পেজ ছিড়ে ফেলা, মার্ক টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ এনে প্রশাসন ভবনের সমানে অবস্থান কর্মসূচী শুরু করে ওই বিভাগের শিক্ষার্থীরা। এসময় ড. মোছাঃ হুর-ই-জান্নাতের পদত্যাগ ও বিচারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন তারা। পরে বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের ন্যায় বিচারের আশ্বাসে তারা অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ায়। গত মাসের ২১ তারিখে ওই বিভাগের ১৫ জন শিক্ষার্থী উপাচার্য বরাবর ওই বিভাগের চেয়ারম্যান ড. মোছাঃ হুর-ই-জান্নাতের বিরুদ্ধে অশোভন আচরণ ও মানসিক হেনস্থা ও কাছের শিক্ষার্থীদের পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার প্রমাণসহ লিখিত অভিযোগ করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাজবিজ্ঞান অনুষদের ডিন আনিসুর রহমানকে সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
Design & Developed By: JM IT SOLUTION