
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয় পরিস্কার-পরিছন্নতা বজায় রাখতে ৪০০ ডাস্টবিন বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ডাস্টবিন হস্তান্তর করে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।এসময় টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।পৌর প্রশাসক মোঃ মঈনুল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অনেক সময় যেখানে সেখানে ময়লা ফেলে স্থান নোংরা করে ফেলে। তাই পরিস্কার-পরিছন্ন পরিবেশ সৃষ্টি করতে প্রতিটি বিদ্যালয়ে ৫টি করে ডাস্টবিন দেয়া হয়েছে। এতে শিশুরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে শিখবে আর সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারবে।
Design & Developed By: JM IT SOLUTION