কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ বকনা বাছুর বিতরণ হয়।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা মৎস্য দপ্তরের হল রুমে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী উপস্থিত ছিলেন।
পরে ৭৫ জন কার্ডধারী মৎস্যজীবীর হাতে বকনা বাছুর তুলে দেয়া হয়।সদর উপজেলার ৩ হাজার ১৬৯ জন কার্ডধারী মৎস্যজীবী রয়েছে। এর মধ্যে ১৫০ জনের তালিকা তৈরী করা হলেও প্রথম ধাপে ৭৫ জনকে বকনা বাছুর দেয়া হলো।পরবর্তীতে আরো বরাদ্দ পাওয়া গেলে বাকী আরো ৭৫ জনকেও বকনা বাছুর দেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply