
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের বাসিন্দা দানিয়েল রায়। সংসারে স্ত্রী শেলী রায় ও দুই সন্তান। একটি এনজিওতে নাইট গার্ডের চাকরি করে সামান্য বেতনে ভালোই চলছিল তাদের সংসার।
কিন্তু হঠাৎ তাদের সুখের সংসারে দানব হয়ে হাজির হলো ভয়াবহ অগ্নিকান্ড। আজ রবিবার (১৩ এপ্রিল) বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় তাদের আশ্রয়স্থল বসত ঘরটি। এখন খোলা আকাশের নিচে রাত্রি যাপন অথবা অন্যের বাড়িতে আশ্রয় ছাড়া উপায় নেই তাদের।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খ্রীষ্টান সম্প্রদায়ের দানিয়েল রায় জানান, বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার ঘরে আগুনের সূত্রপাত হয়। মানুষ ডাকার আগেই পুড়ে যায় সবকিছু। অগ্নিকান্ডে বসত ঘর ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরো জানান, মাথা গোজার ঠাঁইটুকু পুড়ে যাওয়ায় আমাদের এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। ছেলে মেয়ে নিয়ে কি খাব কোথায় থাকবো বুঝে উঠতে পারছিনা। সহযোগিতার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।
কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।এরই মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘর মালিকের তথ্য অনুযায়ী এবং পুড়ে যাওয়ার ধরন দেখে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION