
কালের খবরঃ
জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোপালগঞ্জের শহিদ সাত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জের ৭টি পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ২লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার চেক বিতরন করেন।

শহিদ পরিবারগুলো হলো, কোটালীপাড়া উপজেলার রথিন বিশ্বাস, মুকসুদপুর উপজেলার আরাফাত মুন্সী, সাবিদ হোসেন, মুজাহিদ মল্লিক,বাবু মোল্লা, সদর উপজেলার মোঃ মঈনুল হোসেন ও জিল্লুর শেখের পরিবার। এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান,সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ হারুন অর রশিদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, শহীদ পরিবারের সদস্যগন এবং সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION