কালের খবরঃ
গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ১২শ’ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়া জিটি স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)এর উদ্যোগে এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যেমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী জীশান মীর্জা। পরে সেখানে বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে তিনি ফ্রি-মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, অর্থোপেডিকস ডা. রিয়াজ আহমেদ ও সার্জারী ডা. শামসুন্নাহার দিশাসহ মোট ১২জন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করেন।এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান পুনাক নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডাঃ প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা মেহের আফরোজ, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, যোগাযোগ সম্পাদিকা মাহমুদা নাজনীন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদিকা রোকসানা পারভীন, অতিরিক্ত উপ মহাপরিদর্শক (বিশেষ শাখা) রকফার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদা সুলতানা, গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply