
কালের খবরঃ
চলতি এসএসসি পরীক্ষা উপলক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, জেলার পাঁচ উজেলার ২৬টি কেন্দ্রের জন্য ১৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে একজন করে ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার রয়েছে। পরীক্ষা যাতে নকল মুক্ত ও শান্তিপূর্নভাবে শেষ হয় সেই লক্ষে এই টিমগুলো কাজ করবে। তিনি আজ বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকালে জেলা শহরের এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শান্তিপূর্নভাবে এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে গোপালগঞ্জের ২৬ টি কেন্দ্রে ১৫ হাজার ২৫৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এস.এস.সি পরীক্ষায় ১৬ টি কেন্দ্রে ১২ হাজার ৯৫৭ জন, এস.এস.সি(ভোকেশনাল)৫টি কেন্দ্রে ১ হাজার ১৪৮জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১ হাজার ১৫৪ জন পরীক্ষার্থী রয়েছে।
কেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)সালমা পারভিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার সেবগাতুল্যাহ, রাসেল মুন্সীসহ জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION