গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে সশস্ত্র আনসার দল মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ)থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ২০ সদস্যের একটি আনসার দল যুক্ত হয়।এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর এ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেন। সম্প্রতি ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে অনুমতি প্রদান করে।এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক দিক বিবেচনা করে স্থায়ীভাবে সশস্ত্র আনসার দল মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply