
গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকল আজ মঙ্গলবার (২৫ মার্চ) শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত সাড়ে ১০:৩০ মিনিট থেকে ১০:৩১ পর্যন্ত ১ মিনিট সরকার ঘোষিত গণহত্যা দিবসের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতীকী ব্লাক আউট পালন করা হয়।প্রসঙ্গত, বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দিতে একাত্তরের ২৫ মার্চ রাতে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে ‘অপারেশন সার্চলাইট’ পরিচালনা করে পাকিস্তানি বাহিনী। ভয়ঙ্কর সেই রাতে শুধু ঢাকায় অন্তত ৭ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION