
কালের খবরঃ
ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখানে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দাবী বাস্তবায়নে তারা নানা ধরনের শ্লোগান দেয়। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাবাবিক হয়।

৬ দফা দাবীগুলো হলো, ১) অবিলম্বে অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে। ২) ক্রাফ্ট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তণ করে ল্যাব এসিস্ট্যান্ট/ কারখানা সহকারি/ ওয়ার্কশপ খালাসি অথবা অন্য কোন নামে নামকরন করতে হবে। ৩) ক্রাফ্ট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যৌগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভকেশনাল) করতে হবে। ৪)২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরগনদের পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে। ৫) শিক্ষক কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে টেকনিক্যাল পদে-নন টেকনিক্যাল লোক নিয়োগ দিতে পারবে না। ৬) ক্রাফ্ট ইন্সট্রাক্টরগণদের নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজিস্ট ৭ম পর্বের শিক্ষার্থী মোঃ ফয়সাল কবির, আমিম ইসলাম ও মোঃ সাজ্জাদ হোসেন তাদের ৬ দফা দাবী মেনে নেয়োর জন্য আহবান জানান। দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন তারা।
Design & Developed By: JM IT SOLUTION