কালের খবরঃ
পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)সালমা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, রকিবুল হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আরিফুর রহমান, মূখ্য পাট পরিদর্শক আশরাফী জাহারিয়া, সংবাদ কর্মি মোজাম্মেল হোসেন মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পাট ব্যবসায়ী, পাট চাষী, সংবাদ কর্মি ও অন্যান্য স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।সভায় বক্তারা পাট পন্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া পাট চাষীরা যাতে তাদের পন্যের ন্যায্যমূল্য পান সে বিষয়ে আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply