
গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের উন্নত ব্যাংকিং সুবিধা প্রদান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং সিস্টেম সহজ করা ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সহজ শর্তে ঋণ প্রদান বিষয়ে বেসরকারি ব্যাংক ব্র্যাকের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোগালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের অফিস রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, ব্র্যাক ব্যাংকের ক্লাসটার ও শাখা ব্যবস্থাপক সাবিনা সারমিন এবং ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION