
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ শিকার করতে গিয়ে বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। ওই জেলেকে খুঁজে পেতে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় জনগন ও মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল।
কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় বিপুল মন্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে মাছ শিকার করতে গিয়ে তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

পরে খবর পেয়ে আজ রবিবার( ৯ ফেব্রুয়ারী) মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত ওই জেলের সন্ধান পাননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ডুবুরি দলটি।মাদারীপুর ফায়ার স্টেশনের লিডার লিয়াকত হোসেন জানান, বিপুল মন্ডল নামে এক জেলে নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে ৫ সদস্যের একটি দল কোটালীপাড়ায় এসে উদ্ধার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। সন্ধান পেতে চেষ্টা করে যাচ্ছি।
Design & Developed By: JM IT SOLUTION