
বশেমুবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্র) সমন্বয়কদের উপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্তকরণে ১৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন তদন্ত কমিটি পুনর্গঠন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক প্রেসি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।
পুনর্গঠিত তদন্ত কমিটির মানবিক অনুষদের ডিন মো. আব্দুর রহমানকে সভাপতি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এরআগে, গতকাল রবিবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন আব্দুল্লাহ আল আসাদকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ শাহাবউদ্দিনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি থেকে এই দুই সভাপতি ও সদস্য সচিক ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারী (শনিবার) পরীক্ষা শেষে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এসময় সমন্বয়করাসহ সাধারন শিক্ষার্থীরা তাঁকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগ এর একদল কর্মীর সমর্ক হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে সমন্বয়কদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় দুই সমন্বয়কসহ ৫জন আহত হন। এ ঘটনায় গত রবিবার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদি হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ২০ জন অজ্ঞাত আসামী করে গোপালগঞ্জ সদর থানার একটি মামলা দায়ের করেন (মামলা নাম্বার ৩৯)।
Design & Developed By: JM IT SOLUTION