বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ভিডিও ধারন করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।
বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকরী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায়। এসময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে করতে গেলে সাংবাদিকদের উপরও হামলা চালানো হয়েছে।
হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন এ সময় ওমর শরীফ সহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থী সহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের উপর হামলা চালায়। এঘটনা পর আরও বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভিডিও ধারন করতে গেলে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের আতিক ও
বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, আমি বন্ধের দিন ছুটিতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখব।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি)মির মোঃ সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন,ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।পুলিশ ক্যাম্পাসের ভীতর যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply