কালের খবরঃ
গোপালগঞ্জে খুদে শিক্ষার্থীরা পরিদর্শণ করলো জেলা প্রশাসকের কার্যালয়। তারুন্যের উৎসব পালনের অংশ হিসেবে এসব শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শণ করানো হলো। আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শহরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ২৩জন শিক্ষার্থী অফিসের কার্যক্রম পরিদর্শন করে। শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামেন অফিস কক্ষে প্রবেশ করে সৌজন্য সাক্ষাৎ করে। পরে কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী সরদার এসব শিক্ষার্থীদের অফিসের মুন্সীখানা, জেনারেল শাখা,রাজস্ব শাখা, ভূমি হুকুম দখল শাখা, শিক্ষা ও আইসিটি শাখা ঘুরে ঘুরে দেখান এবং এসব শাখার কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেন। পরে তাদের আপ্যায়নের মাধ্যমে বিদায় দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীন, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী,মোঃ সেবগাতুল্যাহ , রন্টি পোদ্দার,বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মুন্সী গোলাম মুর্তাজা, সহকারী শিক্ষিকা হামিদা আক্তার, হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গল্প বিশ্বাস সাথে কথা হলে তিনি বলেন, ডিসি অফিসে এসে অনেক জায়গা ঘুরে দেখেছি। এসব দেখে আমি নিজেকে একজন বড় কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে চাই। দেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই।
একই শ্রেণির অপর শিক্ষার্থী আরিবা আক্তার বলেন, ডিসি অফিসের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সে বিষয় ধারনা পেলাম। কোন স্যার কোন কাজ করেন কার কি দায়িত্ব সে সম্পর্কে জানতে পারলাম। এটা দেখে আমি খুব অনুপ্রানিত হয়েছি।ভবিষতে নিজেকে একজন কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে চাই।
শুধু আরিবা বা গল্প বিশ্বাস নয় কথা হয়েছে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান তুর,সৌম্যদ্বীপ হালদার প্রাজ্ঞ এর সাথে । তাদের মুখেও প্রায় একই ধরনের কথা। একে অপররের সাথে সুর মিলিয়ে বলেন, আমরা খুবই খুশী। কারন জেলা প্রশাসকের সামনে চেয়ারে বসে কথা বলেছি। স্যারের কথা শুনেছি। স্যার আমাদের তার কক্ষে ডেকে এনে ভালো লেখাপড়া করার অনুপ্রেরনা দিয়েছেন। এটা আমাদের জন্য একটা গর্ভের ও গৌরবের।
স্কুলের ভাইস প্রিন্সিপাল মুন্সী গোলাম মর্তুজা বলেন,জেলা প্রশাসক আজ একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। এত কম বয়সে একজন শিক্ষার্থী জেলা প্রশাসকের সামনে বসে কথা বলতে পেরেছে। অফিসারদের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছে । এতে ছাত্রছাত্রীরা উন্নত জীবন গড়তে উৎসাহিত হবে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন তারুন্যের উৎসবের অংশ হিসেবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিক্ষার্থীদের জেলা প্রশাসক কার্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্পর্কে ধারনা দেয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদের কাছ থেকে তারুন্যের ভাবনা,দেশ পরিচালনায় তাদের ইচ্ছা এবং লেখা পড়ায় মনোনিবেশ করতে তাদের কিছু ধারনা সম্পর্কে জানানো হবে। এই পরিদর্শণের মাধ্যমে শিক্ষার্থীরা একটি সম্মুখ ধারনা লাভ করবে এবং লেখা পড়া শিক্ষা নিজেকে দেশ পরিচালনার অনুপ্রেরণ পাবে বলে মনে আমি মনে করি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply