
কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩৯০ কেজি ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল সার রাখার অপরাধে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ জরিমানা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, মাজড়া বাজারের একটি দোকানে ভেজাল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় মাজড়া বাজারের ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লার দোকান থেকে ৩৯০ কেজি ভেজাল জিংক ও এমওপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুদ ও বিক্রি করার দায়ে ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ভেজাল সার নষ্ট করা হয়।এ অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদন দে উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION