
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি সনদ ছাড়া কৃষি পন্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না রেখে পন্য বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৩০ ডিসেম্বর)দুপুরে উপজেলার পাটগাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।অভিযানে কৃষি সনদ না থাকা সত্ত্বেও কৃষি পন্য বিক্রির অপরাধে উপজেলার পাটগাতী বাজারের ব্যবসায়ী মনোজ ঘরামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না টাঙিয়ে পন্য বিক্রির অপরাধে আরো তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, নিয়মিত বাজার তদারকির সময় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত সঠিক নিয়ম ও মূল্যে পন্য বিক্রির জন্য বলা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION