কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগে গোপালগঞ্জ ভেন্যূতে ডোরিয়েল্টন-এর দেয়া চার গোলে উত্তর বারিধারা ক্লাবকে ৫-২ গোলে বিধ্বস্ত করে রানার আপ হয়ে মৌসুম শেষ করেছে ঢাকা আবাহনী লিমিটেড।রবিবার (৩১ জুলাই) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল চারটায় শক্তিশালি ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় উত্তর বারিধারা ক্লাব। খেলার প্রথমার্ধে ৯ ও ১২ মিনিটে গোলপোস্টে লাগলে সহজ সুযোগ নষ্ট করে গোল বঞ্চিত হয় আবাহনী।তবে গোলের জন্য বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ১৮ মিনিটে ডোরিয়েল্টন গোল করে ১-০ গোলে এগিয়ে দেন আবাহনীকে। ২৩ মিনিটে ডোরিয়েল্টন নিজের ২য় ও ৪০ মিনিটে গোল করে হ্যাট্রিক পূর্ণ করলে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।খেলার দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মারুফ আহম্মেদ গোলে করে উত্তর বারিধারা ক্লাবের পক্ষে ব্যবধান ১-৩ করেন। কিন্তু ৫৪ মিনিটে রাফায়েল আগাস্টো দলের পক্ষে চতুর্থ ও ৭৩ মিনিটে ডোডি নিজের চতুর্থ গোল করলে ৫-১ গোলে এগিয়ে যায় আবাহনী।খেলার ৮৩ মিনিটে সাডিওসটন ফজিলভ গোল করলে ২-৫ গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা।আর কোন গোল না হওয়ায় উত্তর বারিধারা ক্লাবকে ৫-২ গোলে বিধ্বস্ত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী লিমিটেড।২২ খেলায় ১৪ জয়, ৫ ড্র ও ৩ হারে ৪৭ পয়েন্ট নিয়ে লীগে রানার আপ ঢাকা আবাহনী। আর সমান খেলায় ৩ জয়, ৫ ড্র এর সাথে ১৪ হারকে সঙ্গী করে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নাম্বারে উত্তর বারিধারা ক্লাব।পরে বাফুফের সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদী এমপি আনুষ্ঠানিকভাবে রানার আপ আবাহনীর হাতে রানার আপ কাপ তুলে দেন। এ সময় বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ, সদস্য ইলিয়াস হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply