
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচশত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। টুঙ্গীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার পাঁচশত শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে লাশ সোয়েটার বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।

শীত বস্ত্র পাওয়া পাটগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী আনিসা বলে, আমি ঠিক মত স্কুল যাই। কিন্তু শীতে আমরা খুব কষ্ট হতো।ডিসি স্যার আমাকে সোয়েটার দিয়েছেন। শীতবস্ত্র পাওয়ায় আমার স্কুলে যেতে এখন আর কষ্ট হবে না।
বাঁশবাড়িয়া ঝনঝনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী দিয়া শেখ বলে, আমর বাবা কৃষিকাজ করেন। কষ্ট করে আমাকে পড়ালেখা করাচ্ছেন। শীত পড়ায় স্কুলে যেতে খুব কষ্ট হতো।ভালেঅ কোন শীতের কাপড় ছিলনা। শীতবস্ত্র পাওয়ায় এখন আর কষ্ট হবে না।আমার খুব উপকার হয়েছে।
অনুদান পাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী অনুপ কুমার দাস বলেন, আমি এক ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ছেলে। আমার বাবা কৃষি কাজ করে আমাকে পড়ালেখা করান। অনুদান পেয়ে আমার খুব উপকার হয়েছে। অনুদানের টাকা দিয়ে খাতা কলম ও প্রয়োজনীয় বই কিনতে পারবো। এতে আমি অনেক খুশি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার উপর মনোযোগী হয় সেজন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার পাঁচশত শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান দেয়া হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, এবছর অনেক শীত পড়ায় সবার কষ্ট হচ্ছে । যে কারনে কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র দেয়া হলো। বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার শিক্ষাবন্ধব সরকার। তাই আমরা সকল শিক্ষার্থীকে শিক্ষা সহযোগীতা করতে চাই।
Design & Developed By: JM IT SOLUTION