কালের খবরঃ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫ শ’ ৬৩ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । এ সময় ৫ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন।এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, কাশিয়ানী উপজেলা পার্ট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, অবৈধ পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ আইনে ওই বাজারের মুদি ব্যাবসায়ী জীবন সাহা ও অপূর্ব সাহাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যবাধকতা আইনে মুদি ব্যবসায়ী মঙ্গল বিশ্বাসকে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মুরাদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১৮ ডিসেম্বর)জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply