কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশু-কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৬০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা্ শাহিনুর আক্তার জানিয়েছেন।আরো ৪০/৫০ জন ভর্তির অপেক্ষায় রয়েছেন বলেও তিনি জানান।
আজ সোমবার (১৬ ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) সকাল ৯ টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে।এ সকল শিশু-কিশোরকে দুপুর ২ টার দিকে বিরিয়ানী খাবারের প্যাকেট দেওয়া হয়।এই বিরিয়ানীর প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোরগণ খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।
পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকগণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শতাধিক শিশু-কিশোরকে চিকিতসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানাগেছে। তবে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানাগেছে।
কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, আমাদের সংস্থার তালিকাভূক্ত ৩শ’ ২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। এদেরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানী খেয়ে প্রায় শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। আমরা এই শিশুদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিতসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানা জনিত সম্যসা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সাথে সাথে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্য খেয়ে এই সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply