
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিন সকাল ৯টায় সদর উপজেলা চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দিয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন।

শোক ও বেদনার দিন। বিজয় নিশ্চিত হওয়ার সন্ধিক্ষণে এদেশীয় আলবদর, রাজাকারদের সহায়তায় পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তাদের আদর্শকে ধারণ করে পরবর্তী প্রজন্মে পৌঁছে দিতেই আমরা দিবসগুলোতে তাদের স্মরণ করি। অথচ সত্যিকার অর্থেই আমরা তাদের আদর্শ ধারণ করলে দেশে গণতন্ত্র থাকতো।
এ সময় প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, দেশের সরকারকে সবার আগে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ধারণ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
সভায় শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ্। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন।
এর আগে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION