
কাশিয়ানী প্রতিনিধিঃ
মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যেগে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সপ্না ভাট্রাচার্যের সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক চৌধুরী মনিরুল হক, প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান চুন্নু,মোঃ সাব্বির হোসেন,ডি এম শাহ আলম কুদ্ধুস,শেখ মোঃ রোমান প্রশূখ।
সমাবেশে শিক্ষক নেতারা এবং অন্যান্য শিক্ষকরা তাদের বক্ত্য দিতে গিয়ে বলেন,শিক্ষাকদের ন্যায় সঙ্গত দাবী নিয়ে শিক্ষকরা কাজ করবে। ঠিক তেমনি শিক্ষার গুণগত মান নিয়ে কোন প্রকার আপোষ নয় নেতারা দিপ্ত কন্ঠে এসব ঘোষানা দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত ,নৃত্য এবং কবিতার আয়োজন ছিলো চোখে পড়ার মতো।
Design & Developed By: JM IT SOLUTION