কালের খবরঃ
নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনকারীরা হাতে হাত ধরে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করেন। গোপালগঞ্জ প্রগতিশীল সাংস্কৃতিক মঞ্চের ব্যানারে এ কর্মসূচী পালিত হয় । মানববন্ধনে গোপালগঞ্জ উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন,সম্প্রতি নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদ করছি।
এবং এসব ঘটনায় জড়িতের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।এ সময় উদীচীর সহ সভাপতি প্রসূন মন্ডল, সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু,খেলা ঘরের গোপালগঞ্জ সমন্বয়ক মশিউর রহমান সেন্টু, গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি আব্দুস সবুর, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক গাজী আব্দুল লতিফসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply