কালের খবরঃ
গোপালগঞ্জে ৪ দিন ব্যাপী ঢাকা বোর্ডের আন্তঃকলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে ।‘সুস্থ দেহ সুস্থ মন, মান সম্মত শিক্ষা আর্জন’ এই প্রতিপাদ্যে আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এতে সভাপতিত্ব করেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহমেদ।উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদরা শপথ গ্রহন করেন। প্রথমে জাতিয় পতাকা ও পরে অলিম্পিক মশাল প্রজ্জ্বল ও মাঠ প্রদক্ষিণ করা হয়।প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে জেলার ৩৭টি কলেজের ৪শ’ ক্রীড়াবিদ অংশ নিয়েছে। আগামী বুধবার (১১ ডিসেম্বর) এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply