
কালের খবরঃ
লাইসেন্সের নিয়ম অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গত রবিবার (১ ডিসেম্বর)বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিন ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দিন জানিয়েছেন, গত বুধবার বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের আবাসিক হোটেল থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।এর পর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনার সময় লাইসেন্সে থাকা নিয়মকানুন অমান্যের প্রমাণ মেলে। এই কারনে প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে লাইসেন্সে থাকা নিয়মকানুন সঠিক ভাবে পালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এসময় গোপালগঞ।জ সদর থানার ওসি মীর মোঃ সাজেদুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত মঙ্গলবার কোন এক নারীকে নিয়ে ওই ব্যক্তি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে “পিঠা গার্ডেন” রেস্টুরেন্ট আসে। এটি রেস্টুরেন্ট হলেও সেখানে রাতে থাকার ব্যবস্থাও রয়ছে। ওই পুরুষ ও নারী রাতে রেস্টুরেন্টের রুমে রাত্রীবাস করে। পররে দনি বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও বিকেল পর্যন্ত তাদের কোন খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
Design & Developed By: JM IT SOLUTION