কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে পরিবেশ বান্ধব ও মাটিতে পচনশীল পলিথিন তৈরীর কাজ। পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন নিষিদ্ধে বর্তমান সরকারের নেয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে এই পলিথিন ব্যাগ উৎপাদন শুরু করেছে গোপালগঞ্জের জেকে পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড। সদর উপজেলার তাড়গ্রামে অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিতে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পচনশীল পলিথিন ব্যাগ উৎপাদনের উদ্বোধন করা হয়। জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল ও যমুনা টেলিভিশনের সিনিয়র রির্পোটার মোজাম্মেল হোসেন মুন্না ফিতা কেটে এই কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন।
এসময় রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ একরামুল কবীর,কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, এটিএন নিউজের সজিব বিশ্বাস, জেকে পলিমার ইন্ডাস্ট্রির জিএম মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার (মানব সম্পদ) মোঃ কুতুবুদ্দিনসহ জেকে পলিমার ইন্ডাস্ট্রির শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পচনশীল ব্যাগ উৎপাদন বিভাগের সিনিয়র অপারেটর মোস্তাফিজুর রহমান এবং প্রোডাকশণ ম্যানেজার ও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান বলেন, বায়োডিগ্রেডেবল পদ্ধতিতে কর্ণস্কাপ কাচামাল দিয়ে তৈরী হয় এই পরিবেশ বান্ধব পচনশীল শপিংব্যাগ। বিদেশ থেকে আমদানী করা জেকে পলিমার ইন্ডাস্ট্রিতে স্থাপিত তিন স্তরের এই মেশিনে প্রতিদিন ১ মেট্রিকটন শপিংব্যাগ উৎপাদন করতে সক্ষম পারবে। পিচ হিসেবে এর সংখ্যা দুই লাখ ।
জেকে পলিমার ইন্ডাস্ট্রির জিএম মোঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের এখানে ১০/১৬, ১২/২০, ১৫/১৮, ২০/২৪ সহ ৫টি সাইজে তৈরী শপিংব্যাগে ১ কেজি থেকে ২০ কেজি ওজনের মালামাল বহন করা যাবে। যা একজন মানুষের দৈনন্দিন কেনাকাটার জন্য সুবিধা হবে।
জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে। তাই আমরা জনগনের দৈনন্দিন ব্যবহারের জন্য অতি গুরুত্বপূর্ন শপিংব্যাগ তৈরী শুরু করেছি। এটি পরিবেশ বান্ধব, পচনশীল। এই শপিংব্যাগ উৎপাদনের ৯০ দিনের মধ্যে পচে গিয়ে নিশ্চিহ্ন হবে,পরিবেশের কোন ক্ষতি করবেনা। বরংচ মাটির জৈবতা বাড়াবে। আমাদের তৈরী ব্যাগে পতিকেজিতে ১৫০/ ২০০ টি শপিংব্যাগ থাকবে। যার প্রতিকেজির মূল্য ধরা হয়েছে পাঁচশত টাকা।
তিনি আরো বলেন, দিন দিন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ক্ষতি হোক এমনটি কোন সচেতন ব্যক্তি চাইবেনা। আমি আশা করছি সকল শ্রেনীপেশার মানুষ পরিবেশ বান্ধব পচনশীল এই শপিংব্যাগ ব্যবহারে আগ্রহী হবে। আগামীতে ভালো সাড়া পেলে উৎপাদনবৃদ্ধি করা হবে।
পরে জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক তার কারখানায় উৎপাদিত পরিবেশ বান্ধব পচনশীল পলিথিনের শপিংব্যাগ কেমিক্যাল দিয়ে ধ্বংশ করে সাংবাদিকদের দেখান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply