
কালের খবরঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পক্ষ বিপক্ষ দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এক গ্রুপ শিক্ষার্থী নতুন নিয়োগকৃত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্লোগান দেয়। অন্যপক্ষ, এর বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার সর্তে এক কর্মকর্তা বলেন, বিষয়টি নতুন ও পুরানত প্রক্টর সমর্থিত ছাত্রদের ভুল বোঝাবুঝির কারনে একটা সমস্যার সৃস্টি হয়। পরবর্তিতে উভয়পক্ষ ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় এখন পরিবেশ শান্ত রয়েছে। আর পুলিশ বলছে বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তবে ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে নতুন নিয়োগকৃত প্রক্টর হিসাবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব যোগদান করেন।বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে রাতে এক গ্রুপ শিক্ষার্থী ক্যাম্পাস ও ভিসির বাসভবন এলাকায় নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ করে।
Design & Developed By: JM IT SOLUTION