বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের খুলনা জোনের বশেমুরবিপ্রবি ইউনিটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়। এ কর্মসূচি চলে বিকেল ৪ টা পর্যন্ত।এদিন সকাল সাড়ে ১১টায় স্টল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় তিনি স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION