কালের খবরঃ
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও বৌলতলী এস.এস উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশন,গোপালগঞ্জ জেলা কার্যালয় এর আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জ -এর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন-এর গোপালগঞ্জ জেলা কার্যালযয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply