কালের খবরঃ
গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সাফল্য মন্ডিত করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তামান্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক আমিনুল হাসান শাহিন, কবির মাহামুদ, প্রসূন মন্ডল, শেখ মোস্তফা জামান প্রমূখ ।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা জানান, আগামী ১০ নভেম্বর গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী বা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৫৯ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION