
কাশিয়ানী প্রতিনিধি:
এবার প্রাক-নির্বাচনী (টেস্ট পরীক্ষার) পরিক্ষার প্রশ্নপত্র ফাসঁ করে প্রকাশ্য শিক্ষার্থীদের কাছে বিক্রি করেছে বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতা কর্মী। ঘটানাটি ঘটেছে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমূখি উচ্চা বিদ্যালয়ে।
গোপন ও নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে,কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমূখি উচ্চ বিদ্যালয়ের জৈন্যক পরিচ্ছন্নতাকর্মী রাজপাট ইউনিয়ন পরিষদের সদস্য এলাকার প্রভাবশালী মোঃ ফজলুর রহমান ওরফে ফজলা মেম্বরের ছেলে মোঃ আনিচুর রহমান এলাকার প্রভাব বিস্তার করে রাজপাট বহুমূখি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ পায়। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষার (চেস্ট পরীক্ষার) প্রশ্নপত্র ফাসঁ করে । ওই পরিচ্ছন্নতাকর্মী চারজন পরিক্ষার্থীর কাছে চার হাজার টাকায় ওই প্রশ্ন বিক্রি করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা বিয়ষটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। তারা তড়িগড়ি করে আলোচনায় বসেন। অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীর কাছ থেকে লিখিত স্বীকারুক্তির মুচেলিকা (আন্ডরটেকেন) নেন। ওই পরিচ্ছন্নতা কর্মী মোঃ আনিচুর রহমান সকলের সামনেই ঘটনার সত্যতা স্বীকার করে।
এই প্রতিবেদকের কাছে এই ঘটানার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস ও সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সমাজদার বলেন, প্রশ্ন বিক্রির অপরাধ করার অপরাধে তার কাছে থেকে শিক্ষকরা স্বীকারুক্তিমুলক লিখিত নিয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম জানান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন পর্যন্ত আমাদের কিছুই জানান নাই।
Design & Developed By: JM IT SOLUTION