কালের খবরঃ
গোপালগঞ্জের ১৩ টি হোটেল রেস্টুরেন্টকে গ্রেডিং স্টিকার প্রদান করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।আজ রবিবার (৩ নভেম্বর)জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ শহরের ১৩ হোটেল-রেস্টুরেন্টের মালিক ও প্রতিনিধির হতে এসব স্টিকার তুলে দেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন বলেন, শহরের কাশফুল রেস্টুরেন্ট, এফএনএফ রেস্টুরেন্ট, ভোজন বিলাস রেস্টুরেন্ট, নিউ খান স্নাক্স, সম্পা স্নাক্স, বারবিকিউ রেস্টুরেন্ট, ব্লু গার্ডেন, পিঠা গার্ডেন, কেএসপি রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টার, মধুমতি রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টার, এএফসি কিং রেস্টুরেন্ট, গোপালগঞ্জ স্নাক্স ও শেখ স্নাক্সকে গ্রেডিং স্টিকার প্রদান করা হয়েছে ।এরআগে এসব হোটেল- রেস্টুরেন্টের খাবার, পানি সহ অন্যান্য উপকরণ সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষাগারের রিপোর্ট হাতে পাওয়ার পর তাদের গ্রেডিং স্টিকার প্রদান করা হয়েছে।
এরআগে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ বিধান রায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, হোটেল রেস্টুরেন্টের মালিক , প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply