কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিযার লীগ ফুটবলে মারাজ হোসেন অপি ও আসরফ গাফুর‘র জোড়া গোলে ৭ গোলের ব্যবধানে উত্তর বারিধারাকে উড়িয়ে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলেছে সাইফ স্পোটিং ক্লাব। মঙ্গলবার (২৬ জুলা্ই)কাল ৪ টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার মুখোমুখি হয় সাইফ স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই আক্রমনাত্মক খেলা শুর করে দু’দল। প্রথমার্ধের ১৫ মিনিটে সাইফের এমফন উদন গোল করে দলকে এগিয়ে দেন। ৪৫ মিনিটে মারাজ হোসেন অপি গোল করে সাইফকে ২-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মোঃ সুজন বিশ্বাস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় উত্তর বারিধারা। এ সুযোগে ৬৪ মিনিটে মারাজ হোসেন অপি নিজের দ্বিতীয় গোল করলে সাইফ ৩-০ গোলে এগিয়ে যায়। এর তিন মিনিট পর ৬৭ মিনিটে আসরফ গাফুরফ গোল করলে ৪-০ ব্যবধান করে সাইফ। খেলার ৭১ মিনিটে মো: রহিম উদ্দিন গোল করলে ৫-০ গোলে এগিয়ে যায় সাইফ। ৮৫ মিনিটে আসরফ গাফুরফের দ্বিতীয় গোলে ব্যবধান ৬-০ করে সাইফ। খেলার শেষ সময়ে আবিদ আহম্মেদ গোল করে সাইফকে ৭-০ গোলে এগিয়ে দেন। তবে একাধিক সুযোগ নষ্ট করায় ৭-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর বারিধারা। খেলা চলাকালে রেফারির সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উত্তর বারিধারার কোচ। এসময় তাকে লাল কার্ড দেখানো হয়।
২১ খেলায় ১১ জয়, ৪ ড্র ও ৬ পরাজয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে সাইফ স্পোটিং ক্লাব। আর উত্তর বারিধারা সমান ম্যাচে ৩ জয়, ৫ ড্র আর ১৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে অবস্থান করেছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply