কালের খবরঃ
শোভাযাত্রা, বৃক্ষের চারা বিতরণ ও রোপন এবং আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে ছায়াবীথি বৃক্ষ প্রেমী সোসাইটি বাংলাদেশ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ কোট মসজিদ চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ পৌরসভায় এসে শেষ হয়।
পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর প্রশাসক মোঃ আজহারুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা এ্যাকাউন্টস্ এ্যান্ড ফিন্যান্স অফিসার মোঃ আহসান হাবীব এবং জেলা ত্রাণ ও পুরনর্বাসন কর্মকর্তা মোঃ আশ্রাফুল হক।
বৃক্ষপ্রেমী সোসাইটি বাংলাদেশ এর সভাপতি প্রফেসর মেজর সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শুকলাল বিশ্বাস, মাওলানা আব্দুল হামিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ৩০০ শিক্ষার্থীর হাতে বৃক্ষের চারা তুলে দেন অতিথিরা। এরপর প্রধান অতিথি পৌরসভা চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করেন। এছাড়া রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ছায়াবীথি বৃক্ষপ্রেমী সোসাইটি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply