কালের খবরঃ
কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জের শহিদ ৪ পরিবারকে ৮ লাখ টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মিয়াপাড়ায় অলহেরা মডেল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত শহিদ পরিবারে সাথে মতবিনিময় সভা শেষে এসব শহিদ পরিবারের সদস্যদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
শহিদ পরিবারে সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ।অনুদান প্রাপ্তরা হলো, শহীদ হাফেজ মাঈনুল ইসলাম, বাবু মোল্লা, জিল্লার শেখ ও রথিন বিশ্বাসের পরিবার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য এ্যাড. আজমল হোসাইন সরদার, শহীদ জিল্লুর শেখের পিতা মোঃ হাসান শেখ, শহিদ রথিন বিশ্বাসের চাচা দীপক বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক এএইচএম হামিদুর রহমান আযাদ সহ অন্যন্যরা গোপালগঞ্জের ৪টি শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার সহায়তা প্রদান করেন।এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply