কালের খবরঃ
পাঁচ দফা দাবীতে প্রশাসনিক ভবনে তালা মেরে অধ্যক্ষকে অবরুদ্ধ, ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রশাসসিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা সেখানে অবস্থান নিয়ে ৫ দফা দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মুল গেটে তালা মেরে অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অবস্থান কর্মসূচী চলাকালে এতে বক্তব্য দেন শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান খান, মো. আবু সালেহ সিহাব, পাতা রায় বক্তব্য রাখনে। এসময় বক্তারা, পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে (১) নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন এর মাধ্যমে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদগুলোতে একক নিয়োগ এবং ডিপ্লোমাধারীদের ভর্তির যোগ্যতার সাথে চাকরিতে আবেদনের যোগ্যতা সামঞ্জস্য করণ, (২) কৃষির ন্যায় ১০ম গ্রেডে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা পদে ডিপ্লোমাধারীদের একক নিয়োগ নিশ্চিত করে মাঠ পর্যায়ে দ্রুত নিয়োগ দেয়া। (৩) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বিভিন্ন ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের ব্যবস্থা করে চাকরির ক্ষেত্র সম্প্রসারিত করা, (৪) উচ্চ শিক্ষা সহজীকরণের মাধ্যমে সরকারিভাবে বা সরকারি সহায়তায় উক্ত বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ দেয়া (৫) মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করে মৎস্য সেক্টরের উন্নয়নকে গতিশীল করার দাবি জানান।
তবে গোপালগঞ্জের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাজদার রহমান বলেন, শিক্ষার্থীদের যে দাবী রয়েছে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরাও তাদের দাবীর সাথে সহমত পোষন করছি। তবে তারা আমাদের অবরুদ্ধ করে বিদ্যুত, পানি বন্ধ করে যে আন্দোলন করছে এটা ঠিক নয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply