
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীত উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে কর্মরত আরইআরএমপি প্রকল্প-০৩ এ কর্মরত দুঃস্থ নারী শ্রমিকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তাদের সঞ্চয়কৃত অর্থের হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) কাশিয়ানী উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে আর ইআরএমপি প্রকল্পের ১৪০ জন দুঃস্থ নারী শ্রমিকদের হাতে প্রধান অতিথি হিসাবে এ চেক বিতরন করেন এলজিইডি,র নির্বাহী প্রোকৌশলী মোঃ এহসানূল হক।
চেক বিতরন উপলক্ষে কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মুনমুন পাল, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ। অন্যনের মধ্যে বক্তব্য রখেন, জেলা ট্রেনিং অফিসার মোঃ আনিসুর রহমান,সি.ও মোঃ আতাউর রহমান পল্টু, সদর উপজেলার সি.ও মোঃ রেজাউল করিম প্রমূখ।
উপজেলা প্রকৌশলী সজল দত্ত এ প্রতিবেদককে জানান,পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণর কর্মসূচি-০৩ প্রকল্পে- উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ১৪০ জন দুঃস্থ মহিলা শ্রমিক চার বছর কাজ করেছেন । তদের মুজুরী থেকে সঞ্চয় হিসাবে কিছু টাকা কেটে রাখা হতো। যে অর্থ দিয়ে তারা প্রকল্প শেষ হলে দক্ষ নারী হিসাবে কোন না কোন কাজ করে সংসার চালাতে পারেন।
Design & Developed By: JM IT SOLUTION