কালের খবরঃ
আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) গোপালগঞ্জের আরো ৬১৯টি গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর। ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আর এ উপলক্ষে গোপালগঞ্জ অংশে সদর উপজেলা পরিষদ, কাশিয়ানী উপজেলা পরিষদ, মুকসুদপুর উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও কোটালীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে একযোগে এ অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন,গোপালগঞ্জের ৫টি উপজেলায় “মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের আওতায় ‘ক’ শ্রেণীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৩ হাজার ৬৪০টি ঘর বরাদ্দ পাওয়া যায়। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৮৫৬টি, দ্বিতীয় পর্যায়ে ১১৫৭ টি,তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৬৩০টি ঘর উপকারভোগী পরিবারের মধ্যে জমি ও দুইকক্ষ বিশিষ্ট একক সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। চলমান প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নতুন করে ৬১৯টি ঘর উপকারভোগী পরিবারের নিকট ২শতাংশ জমি ও দুইকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে। এসব ঘরের নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধনের পর গোপালগঞ্জের ৫টি উপজেলা পরিষদ থেকে উপকারভোগীদের হাতে একযোগে এসব ঘরের মালিকানা সম্বলিত ফোল্ডার হস্তান্তর করা হবে।
এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৬২টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭টি, কাশিয়ানী উপজেলায় ১০০টি, কোটালীপাড়া উপজেলায় ২০টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩০টি ঘর হস্তান্তর করা হবে। তৃতীয় পর্যায়ে প্রকল্পের অবশিষ্ট ৩৭৮টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর ঘর বিতরন অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলায় ২হাজার ৬৪৩টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার ৬১৯টি ঘর হস্তান্তর করা হবে। আর প্রকল্পের বাকী ৩৮৭টি ঘর নির্মাণ কাজ চলছে। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছেন।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মিলন সাহা সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply