কালের খবরঃ
গোপালগঞ্জে গাঁজা পাচারের সময় সাড়ে ১৬ কেজি গাঁজাসহ মোঃ ইমরান হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকার আবুল খায়ের সেতুর পূর্ব পাশে টোল প্লাজা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।পরে সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠনো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন খুলনা জেলার রুপসা থানার দেয়াড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম রবির ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায়, ব্রহ্মণবাড়ীয়া থেকে একটি প্রাইভেটকারে করে মাদক দ্রব্য খুলনার পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপলোর চরগোবরা এলাকার আবুল খায়ের সেতুর পূর্ব পাশে টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে র্যাব-৬।
এসময় কালো রং-এর একটি প্রাইভেটকার চেকপোষ্ট অতিক্রম করতে চাইলে কর্তব্যরত র্যাব সদস্যরা থামানোর জন্য সংকেত দেয়। এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে ফেলে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করে এবং প্রাইভেটকার থেকে সাড়ে ১৬ কেজি গাঁজা, প্রাইভেটকার, ২টি টার্চ মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-৬ আরো জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বিকেলে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply