কালের খবরঃ
নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বশেমুরবিপ্রবির সনাতন সংঘের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে পড়ুয়া মানস তালুকদার, রসায়ন বিভাগের পলাশ বর, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের নিউটন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থী হাতে হাত ধরে এ মানববন্ধন রচনা করেন।
বক্তারা নড়াইলসহ দেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে বলেন,অচিরেই সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রনয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও নির্যাতন বন্ধ করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply