
কালের খবরঃ
মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনাসভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ সপ্তাহ চলবে আগামী ৫ আগষ্ট পযর্ন্ত।
“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ বুধবার (৩১ জুলাই) সকালে শহরের নবীনবাগের হেলিপ্যাড এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সহকারী উপপরিচালক মো. আজহারুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, মৎস্য ও ডিপ্লোমা ইনিস্টিউটের অধ্যক্ষ মো. সাজদার রহমান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারনে দেশীয় প্রজাতির মাছ হুমকীর মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চলার পাশপশি আইনের প্রয়োগ করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION